নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দুটি ল্যাবে করোনায় আক্রান্ত হয়েছেন৫৭ জন। রবিবার রাত পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা শেষে ২৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে।
এতে ২১৮ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৪৮ জনের আসে নেগেটিভ। এর মধ্যে মহিলা ৭ জন ও পুরুষ ২১ জন। এদের মধ্যে সিলেট জেলায় ২৫ জন,হবিগঞ্জ ১জন, মৌলভীবাজার জেলায় ১জন এবং ঢাকার ১জন আক্রান্ত হয়েছেন।
এদিকে শাবি ল্যাবে করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ২৯ জন । এতে ২৯৩টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ২৫৩ জনের আসে নেগেটিভ।
এদের মধ্যে সিলেট জেলায় ৮ জন,সুনামগঞ্জ জেলায় ৮জন, হবিগঞ্জ ৮জন এবং মৌলভীবাজার জেলায় ৫জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে নিলেটবিভাগজুড়ে করোনায় আক্রান্তে পজেটিভ সনাক্ত হয়েছেন ৫৭জন। তার মধ্যে সিলেটে ৩৩জন, সুনামগঞ্জে ৮জন, হবিগঞ্জে ৯জন এবং মৌলভীবাজারে ৯জন।