মাধবপুরে সাত জুয়াড়ির কারাদণ্ড

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

মাধবপুরে সাত জুয়াড়ির কারাদণ্ড

ডায়ালসিলেট ডেস্ক::হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জুয়া খেলার সময় হাতেনাতে ধরা পড়া সাত জুয়াড়িকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে মো. কুতুবউদ্দিন (৫০), মৃত আবুল মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২৮) মৃত ধনু মিয়ার ছেলে নাসির উদ্দিন (৩৮), জগদীশপুর চা বাগানের মৃত মালি হোসেনের ছেলে মো. জানু মিয়া (৪৫) উত্তর সন্তোষপুর গ্রামের মো. ছালেক মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৮), চারাভাঙ্গা গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (২৪) ও মর্তুজ আলীর ছেলে মো. লায়েছ মিয়া (৩০)।

এর আগে দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশের একটি দল জগদীশপুর বাজারের পশ্চিম দিকের খোলা মাঠে অভিযান চালিয়ে উল্লেখিত সাত জুয়াড়িকে আটক করে।

ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

0Shares