নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দুটি ল্যাবে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ জন। সোমবার রাত পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা শেষে ২৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে।
এতে ২৪৯ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৬৩ জনের আসে নেগেটিভ। এর মধ্যে মহিলা ৩ জন ও পুরুষ ১৫ জন। এদের মধ্যে সিলেট জেলায় ১৩ জন, সুনামগঞ্জ ২ জন, মৌলভীবাজার জেলায় ৩জন আক্রান্ত হয়েছেন।
এদিকে শাবি ল্যাবে করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ৩০ জন । এতে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩০ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ২৫২ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলার ২০ জন, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ৫ জন রোগী রয়েছেন।
এনিয়ে সিলেটে মোট আক্রান্ত সিলেট জেলার ৩৩ জন, সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জের ৫ জন এবং মৌলভীবাজারে ৩জন রয়েছেন।