সিলেট ওসমানিতে পজেটিভ ২৪জন

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

সিলেট ওসমানিতে পজেটিভ ২৪জন

সিলেটের ওসমানি ল্যাবে করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ২৪জন । আক্রান্তদের মধ্যে ৩জন চিকিৎসকও রয়েছেন। যারা সিলেট ওসমানি মেডিকেলে রোগীদের সেবা প্রদানের সময় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে  স্যাম্পুল রিসিব করা হয় ২৩৯ টি । তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৫৮ জনের আসে নেগেটিভ।

এর মধ্যে মহিলা ১০ জন ও পুরুষ ১৪ জন রয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ১৮জন, সুনামগঞ্জ ২জন, হবিগঞ্জ ১জন এবং মৌলভীবাজার জেলার ৩জন রয়েছেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ