প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক::
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া জলমহাল দখল নিয়ে আলোচিত তিন খুনের মামলায় দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, তার দুই ছেলে উজ্জ্বল মিয়া ও তাজবীর মিয়া এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ বৃহস্পতিবার দিরাই থানা পুলিশের হাতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন দিরাই থানার এসআই গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ।
এ মামলায় এর আগে পুলিশ, সিআইডি এবং পরে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে এই ৫ আসামিসহ মোট ১৪ জনকে অব্যাহতি দিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জশিট দাখিল করা হয়।
বাদির আপত্তি সত্ত্বেও ম্যাজিস্ট্রেট কোর্ট চার্জশিট আমলে নিলে ওই আদেশের বিরুদ্ধে বাদি একরার হোসেন ফের নারাজি দিয়ে দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন।বাদির আবেদন আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টের ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারির আদেশ রদ ও রহিত করে চলতি বছরের ১০ আগস্ট দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার মামলাটি অধিকতর তদন্তের জন্য র্যাবকে দায়িত্ব দিয়ে আদেশ দেন। বাদির আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত ৭ অক্টোবর ওই পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech