প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
স্পোর্টস ডেস্ক::
মার্সিসাইড ডার্বিতে শিরোপাধারী লিভারপুলকে রুখে দিলো এভারটন। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার নগর প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই শেষ হয় ২-২ গোলের সমতায়। এতে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রাখলো টফিস খ্যাত এভারটন। আসরে টানা চার জয়ের পর লিভারপুলের সঙ্গে ড্র শেষে এভারটনের সংগ্রহ ১৩ পয়েন্ট। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ অলরেডদের ।
এভারটনের গুডিসন পার্ক স্টেডিয়ামে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে এগিয়ে যায় সফরকারী লিভারপুল। ডিফেন্ডার রবার্টসনের পাসে গোল আদায় করেন লিভারপুলের ‘করোনাজয়ী’ সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে। ১৯তম মিনিটে গোল নিয়ে এভারটনকে সমতায় ফেরান ইংলিশ ডিফেন্ডার মাইকেল কিন। প্রথমার্ধের খেলায় প্রতিপক্ষের গোলমুখে শিরোপাধারী অলরেড তারকারা ১৩টি শট নিলেও তার বেশির ভাগই ছিল লক্ষ্যভ্রষ্ট।
ম্যাচের ৭২তম মিনিটে মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহর গোলে ফের লিড নেয় লিভারপুল। কিন্তু ৮১তম মিনিটে এভারটনকে সমতাসূচক গোল এনে দেন উড়ন্ত ফর্মে থাকা স্ট্রাইকার কালভার্ট লিউইন। চলতি আসরে ইংলিশ স্ট্রাইকার লিউইনের এটি সর্বোচ্চ সপ্তম গোল। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এভারটনের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech