প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ৮দিন অতিবাহিত হলেও এখনও গ্রেফতার করা হয়নি মূল আসামীদের। তাই রোববার (১৮ অক্টোবর২০২০ইং) দুপুরে নগরীর আখালিয়া নেহারিপাড়াস্থ গুলতেরা মঞ্চিলে তাঁর পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় সংবাদ সম্মেলনে নিহত রায়হানের মা ছালমা বেগম কান্নায় ভেঙ্গে পড়া কণ্ঠে তার ছেলের হত্যার বিচার দাবি করেন।
পরে সংবাদ সম্মেলনে ৬টি দাবি পেশ করার পাশাপাশি ৩দিনের আল্টিমেটাম দেওয়া হয় তার পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে। এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় মুরুব্বি শওকত হোসেন।
এতে বলা হয় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল ধানাধীন বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমদ হত্যার আসমামীদের আগামী ৭২ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে পরিবার এবং এলাকাবাসীর পক্ষ থেকে হরতাল ও সড়ক অবরোধসহ দুর্বার আন্দোলনের কর্মসূচীর ডাক দেয়া হবে এবং এর সব দ্বায়ভার সিলেট মেট্রোপলিটন পুলিশ নিতে হবে বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি গুলো হলো :
দাবিগুলো হচ্ছে- ১. রায়হান হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত কমিটি, ২. রায়হান হত্যায় জড়িত পুলিশের উপ পরিদর্শক (এসআই) আকবর ভূঁইয়াসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার, ৩.পলাতক এসআই আকবর ভূঁইয়াকে গ্রেপ্তারে আইজিপির নির্দেশ,
৪.পুলিশ কমিশনারের পক্ষ থেকে পুর্ণাঙ্গ বক্তব্য,
৫.নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানে প্রধানমন্ত্রীর কাছে আবেদন ও ৬. ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করলে হরতাল-সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন।
সংবাদ সম্মেলনে আরো অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনকি সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
এসময় আরো উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, নারী কাউন্সিলর রেবেকা বেগম, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জগদীশ দাশ ও রায়হানের সৎ বাবা হাবিবুল্লাহসহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নিহত রায়হান আহমদনগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কর্মরত ছিলেন। রায়হান উদ্দিন সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। গত রোববার (১১ অক্টোবর ২০২০ইং) রায়হান উদ্দিনকে হত্যা করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech