সিলেটে ৯ জুয়াড়িকে আটক করলো র‍্যাব

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

ডায়ালসিলেট::

সিলেটের প্রথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে। গতকাল রবিবার রাতে এ দুটি অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প)ও সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর আভিযানিক দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে আখালিয়া নতুন বাজার ও দক্ষিণ সুরমার সাধুর বাজার এলাকায়। অভিযানে ৯ জুয়াড়িকে আটক করা হয়।

তারা হলো- শিমুল দাস (২৩), মতিন মিয়া (২৭), মোঃ ইমন আহম্মেদ (২৩),মোঃ রুপন (২২), তারেক মিয়া (২৭), মোঃ নুর উদ্দিন (৩৮),আক্তার আলী (২৭), মোঃ জমির মিয়া (৩৮)ও মোঃ রাজু মিয়া (২৪)।

আটকের সময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৩৭০ টাকা,২ সেট তাস জব্দ করা হয়। জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে র‍্যাব বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ