ডায়ালসিলেট::

জন্মদিনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন শান্তাতালুকদার ।কবি  ও ছড়াকার শান্তা গোপ্তার জন্মদিন পালন করেছেন তার সহতর্মীরা গতকাল শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে নগরীর  একটি অভিজাত রেস্টুরেন্টেএ অনুষ্টানের আয়োজন করা হয়। কবি মাসুদা সিদ্দিকার সভাপতিত্বে ও কবি, ছড়াকার ও সংগঠক ধ্রুব গৌতমের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ছড়াকার অজিত রায় ভজন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার  ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, তিনি কবি শান্তা গোপ্তার জীবন ও কর্মের উপর বিশদ আলোচনা করেন। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন  সাহিত্যানুরাগী জাহাঙ্গীর আলম,সাংবাদিক এমরান ফয়সল, মোন্তাসির সিদ্দিক কাইফ সুদীপ্তা দাস পৌষী, মনীষা তালুকদার,রুহিত দাস কর্ণপ্রমুখ।জন্মদিনে শান্তা তালুকদার অনুভুতি ব্যক্ত করে বলেন,

জন্ম দিনের আনন্দতে উঠলো মেতে সব,
সবার কন্ঠে উঠলো ধ্বনি জন্মদিনের রব !
মুগ্ধ আমি ভালোবাসায় সবার আশিস পেয়ে,
ধন্য আমি ধন্য হলাম অনুষ্ঠানে যেয়ে ।
আদর সোহাগ ভালোবাসায় সিক্ত হলাম আজ,
তাকেও দিলাম স্নেহ মায়া যে করেছে সাজ ।
আয়োজকদের প্রতি আমি থাকবো চির ঋণ,
ভুল হবেনা এই আনন্দ বাঁচবো যতো দিন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *