ডেস্ক ::: সিলেটের শহরতলীর খাদিমনগরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছে।  শনিবার ৩১ অক্টোবর সকাল ৭ টার সময় রাস্তা সংক্রান্ত বিরোদের জের ধরে এই হামলা চালানো হয়।

জানাযায় খাদিমনগর দাসপাড়া এলাকার মৃত আব্দুল মুতাল্লিব এর পুত্র আমিন আহমদের সাথে দির্ঘদিন ধরে বাড়ির সামনের রাস্তা নিয়ে মৃত আসদ্দর এর পুত্র শাহেস্তা মিয়ার সাথে বিরোধ চলে আসছিল।

শনিবার সকালে আমিন আহমদ রাস্তা মেরাতের জন্য কাজ শুরু করলে প্রতিপক্ষ শাহেস্তা মিয়া, রাসেদ আহমদ, লিটন আহমদ, সেলিম আহমদ সহ দলবল নিয়ে দেশিয় অশ্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন আমিন আহমদ,মুমিন আহমদ, সালিক আহমদ।

এ সময় তাদের আর্তচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীর পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপালে নিয়ে যান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *