প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক:: বরগুনার রিফাত হত্যা মামলায় খালাস চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী মিন্নিসহ দুই আসামির করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই দুজনকে দেয়া বিচারিক আদালতের অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। মিন্নিসহ দুই আসামির আপিলের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। প্রধান সাক্ষী থেকে প্রধান আসামি, এরপর বিচার শেষে মৃত্যুদণ্ড।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ছয় আসামিকে বিচার শেষে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বরগুনার আদালত। রায়ে রিফাতের স্ত্রী মিন্নিকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়। বলা হয়, ঘটনার দিন স্বামী রিফাতকে বাঁচানোর নাটক করেছিলেন মিন্নি। গত ৪ অক্টোবর মিন্নিসহ মৃত্যুদণ্ড পাওয়া ৬ আসামির ডেথ রেফারেন্সসহ মামলার নথি হাইকোর্টে আসে। এরপরে খালাস চেয়ে আপিল করেন মিন্নিসহ পাঁচ আসামি। বুধবার মিন্নি ও আসামি সিফাতের আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। একই সঙ্গে স্থগিত করা হয়েছে অর্থদণ্ড।
এছাড়াও এই মামলার আরও তিন আসামি আপিল করেন। তবে আপিল শুনানি কবে হবে সে বিষয়টি এখনো নির্ধারিত হয়নি। মৃত্যুদণ্ড পাওয়া মিন্নিকে সম্প্রতি বরগুনা থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। মামলায় অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির মধ্যে ৬ জনের ১০ বছর, ৪ জনের ৫ বছর, ও একজনের ৩ বছর কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া খালাস পান অপর ৩ আসামি। গত বছরের ২৬ জুন।
উল্লেখ্য, বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী মিন্নির উপস্থিতিতে স্বামী রিফাত শরীফকে দলবেঁধে হত্যা করে নয়নবন্ডসহ বেশ কয়েকজন। ঘটনার পরদিন ২৭ জুন রিফাতের বাবা আবদুল হালিম শরীফ ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় হত্যা মামলা করেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech