ডায়ালসিলেট ডেস্ক:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় লেভেলক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্ত চারজন।কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, উপজেলার সোনাখালি এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনে শনিবার ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নারীর বয়স ৩৫ বলে পুলিশ জানালেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারে নি।
রাজীব বলেন, “চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে ঢাকায় যাচ্ছিল। পথে কালিয়াকৈর কলেজের পাশে সোনাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় একটি বাসের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।
“এ সময়ে ট্রেনটি বাসটিকে টেনে হিঁচড়ে আধা কিলোমিটার সামনে টেনে নিয়ে যায়। এতে ট্রেনটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়।”পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, খবর পেয়ে সকাল সোয়া ৮টার দিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে; ৯টা ২০ মিনিটে রেলপথ থেকে বাসটি অপসারণ করা হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের পশ্চিম অংশে বিভিন্ন স্টেশনে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও ঘটনাস্থলে নীলসাগর এবং রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে আটকা পড়ে বলে জানান তিনি।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, দুর্ঘটনায় বাসের অজ্ঞাত এক নারীর (৩৫) মৃত্যু ও কমপক্ষে ৪ জন যাত্রী আহত হয়েছেন। তবে ট্রেনের কোন ক্ষতি হয়নি।