ডায়াল সিলেট ডেস্ক:: মেহেরপুরে ভাবিকে হত্যার ঘটনায় মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে ঘাতক আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গাংনী উপজেলার মোমিনপুর গ্রামের মোমিনপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান ও মামলার তদন্ত অফিসার সাজেদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদে খবর পেয়ে মোমিনপুর ঘাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তার স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে আকরাম হোসেন তার ছেলে নাজিম হোসেনকে (৩) মারধর করছিলেন। এ সময় মারধর ঠেকাতে গেলে মালা খাতুনের পেটে আছাড়িবিহীন ফালা ঢুকিয়ে দেয় আকরাম হোসেন।