প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটবিভাগে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ৬২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১জন। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪৪জন ও সুনামগঞ্জ জেলার ৪ জন এবং এসওএমসিএইচ ১১জন হয়েছেন।
এ নিয়ে সিলেটবিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৩হাজার ৯৯৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৯০৯জন, সুনামগঞ্জে ২ হাজার ৪২৪, হবিগঞ্জে ১ হাজার ৮৫৮ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮০৮ জন।
করোনায় মোট মৃতের সংখ্যা ২৩৭জন। এর মধ্যে সিলেটে ১৭৪জন, সুনামগঞ্জে ২৫জন, হবিগঞ্জে ১৬জন এবং মৌলভীবাজারে ২২জন মৃত্যুবরণ করেন।
সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন ৫২জন। এর মধ্যে সিলেটে ৪৬, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ১ জন।
এ পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৬৫৩জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ০৪৭ সুনামগঞ্জ ২হাজার ৩৬৩জন, হবিগঞ্জ ১হাজার ৫৪৯ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৬৯৪জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech