নিজস্ব প্রতিবেদক ::  সিলেটবিভাগে গত ২৪ঘন্টায় করোনায়  আক্রান্তে ২২জন সনাক্ত হয়েছেজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬জন। আজ রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৩জন এবং এসওএমসিএইচ ৪জন হয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৪হাজার ১৬৫জন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৫০জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৩৪, হবিগঞ্জে ১ হাজার ৮৬৯ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮১২ জন।

করোনায় মোট মৃতের সংখ্যা ২৩৮জন। এর মধ্যে সিলেটে ১৭৫জন, সুনামগঞ্জে ২৫জন, হবিগঞ্জে ১৬জন এবং মৌলভীবাজারে ২২জন মৃত্যুবরণ করেন।

সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন ৬০জন। এর মধ্যে সিলেটে ৫৩, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ১ জন।

এ পর্যন্ত করোনায়  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৬৯জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ২৫৪ জন ও সুনামগঞ্জ ২হাজার ৩৭৩জন, হবিগঞ্জ ১হাজার ৫৫০ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৭০২জন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *