ডায়ালসিলেট::

সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা চৌদ্দ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২২ জন রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি বলে জানা গেছে।

রবিবার (১৫ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত করোানা বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগে এ ভাইরাসে আক্রান্ত ২২ জন রোগীর মধ্যে সিলেট জেলার ১৭ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ৩ জন এবং মৌলভীবাজার জেলায় ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮ হাজার ৫০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৩৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৬৯ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৮১২ জন রয়েছেন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৩৮ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৭৫ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

সিলেট বিভাগে ১২ হাজার ৮৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭ হাজার ৃতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩ জন ও হবিগঞ্জের হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে বিভাগে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন।

এ/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *