ডায়ালসিলেট ডেস্ক::

সুনামগঞ্জ শহরতলীর মঈনপুর গ্রামে মাত্র ২০ টাকার জন্য এক যুবককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত যুবকের নাম আছির উদ্দিন বাপ্পী (২৫)। তিনি মঈনপুর গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঈনপুর গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন একই গ্রামের ফজলুল হকের ছেলে লাদেন মিয়ার কাছ থেকে পাওনা ২০ টাকা নিতে আসেন। এ নিয়ে লাদেন মিয়ার বড়ভাই আছির উদ্দিন বাপ্পীর সঙ্গে হৃদয়ের কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরে হৃদয় হোসেন তার বন্ধু মো. হাসান মিয়াকে নিয়ে আছির উদ্দিনের উপর অতর্কিত হামলা চালান। আছির উদ্দিনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। স্থানীয়রা ও স্বজনরা গুরুতর আহত আছির উদ্দিন বাপ্পীকে তাৎক্ষণিক সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, ‘পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এই নির্মম খুনের ঘটনা ঘটেছে। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এ/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *