সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, তদন্ত কমিটি গঠন

ডায়ালসিলেট::

সিলেটের কুমারগাঁও বিদ্যুত উৎপাদন কেন্দ্রে আগুন লাগার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পাওয়ার গ্রিড অব কোম্পানি। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে এ কমিট গঠন করা হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ণয় করতে এ কমিটি গঠন করা হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ কমিটিতে সিলেটের কোন কর্মকর্তাকে রাখা হয়নি।

তিনি বলেন, পাওয়ার গ্রিড অব কোম্পানির তত্ত্বাবধানে করা এ কমিটিতে মোট ৪ জন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে শ্রীমঙ্গলের একজন নির্বাহী প্রকৌশলীকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও আরও ৩ জন উর্ধ্বতন কর্মকর্তা আছেন কমিটিতে।

মোকাম্মেল হোসেন বলেন, ‘আমাদের প্রায় ৪ লাখ ৩০ হাজার গ্রাহক আছেন। বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয় হওয়ায় প্রায় ৩ লক্ষাধিক গ্রাহক দুর্ভোগে পড়েছেন। বিপর্যয় কাটিয়ে উঠতে আমরা চেষ্টা করছি। গ্রিডের লোকজনও অবিরাম কাজ করছেন।’

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই গ্রিডে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার ব্রিগেডের ৫টি ইউনিট প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ