আজ সাড়ে ৪টার মধ্যেই বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০

আজ সাড়ে ৪টার মধ্যেই বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে সাড়ে ৪টার দিকে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে  বলে জানান সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিবার্হী পরিচালক ফজলুল করীম।তবে সেগুলো প্রথমে ট্রায়েল করে দেখা হবে। যদি কোন ক্রটি দেখা না গেলে  আজকের মধ্যেই বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।

তবে সবকটি লাইন ঠিক করতে আরো কিছু সময় লাগতে পারে বলে ডায়ালসিলেটকে জানান তিনি।

সিলেটের কুমারগাওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানী (পিজিসিবি)-এর নিয়ন্ত্রনাধিন গ্রিড লাইনে আগুনের কারণে সিলেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ। মঙ্গলবার সকাল থেকে সিলেট শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় একদিনের জন্য জনজীবনে দেখা যায় অনেক দূর্ভোগ।

জানাযায়, গতকাল মঙ্গলবার রাত থেকে বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ প্রায় ৩০০ লোক নিয়ে এর কাজ করে যাচ্ছেন। যা সিলেটবাসীর সুবিধার্থে তারা লাইনের কার্যক্রম দ্রুত শেষ করার প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছেন।

0Shares