দ্বিতীয়বার বাবা হচ্ছেন কপিল শর্মা

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

দ্বিতীয়বার বাবা হচ্ছেন কপিল শর্মা

ডায়ালসিলেট ডেস্কঃঃ জনপ্রিয় ও আলোচিত কমেডিয়ান কপিল শর্মা। ২০১৮ সালের ১২ ডিসেম্বর গিন্নি চাতার্থের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। ঠিক পরের বছর কন্যা সন্তান জন্ম দেন কপিলের স্ত্রী গিন্নি।

নতুন খবর হলো- ফের আনন্দের বন্যা বইছে শর্মা পরিবারের। দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় এ কমেডিয়ান। যদিও এ ব্যাপার এখনও মুখ খোলেননি কপিল বা তার স্ত্রী। ধারণা করা হচ্ছে, ২০২১ সালের জানুয়ারিতে নতুন অতিথি আসতে পারে কপিলের বাড়িতে। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

সম্প্রতি করবা চৌথ পালনের পরে একটি লাইভ ভিডিও শেয়ার করেন কপিল শর্মা। সেই ভিডিওতে কপিলের স্ত্রী বেবি বাম্প চোখে পড়েছে নেটিজেনদের। তবে কপিলের ঘনিষ্ঠমহলের সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, এরই মধ্যে কপিলের মা মুম্বাইয়ে পৌঁছেছেন। পাশাপাশি গিন্নির পরিবারের লোকেরাও মেয়েকে দেখাশোনার জন্য মুম্বাই চলে এসেছেন

0Shares