প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
ডায়ালসিলেট ডেস্কঃঃ আবহাওয়া অনুকূলে থাকলে ও কারিগরি সমস্যা দেখা না দিলে পদ্মা সেতুর ৩৮তম স্প্যান বসানো হবে আজ শনিবার। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১ ও ২নং পিলারের ওপর বসানো হলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ৫ হাজার ৭০০ মিটার অংশ।দুপুরের দিকে স্প্যানটি বসানো হবে। তবে কোনো জটিলতা দেখা দিলে একদিন পিছিয়ে আগামীকাল রোববার স্প্যানটি বসানো হবে।পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়াইন-ই ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩৮তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিলারের উদ্যেশ্যে রওনা হয়। তবে কারিগরি সমস্যা দেখা না কিংবা আবহাওয়া অনুকূলে থাকলে দুপুরে স্প্যানটি বসানোর কথা রয়েছে। তবে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে আগামীকাল রোববার স্প্যানটি বসানো হবে।
এর আগে সর্বশেষ ১৩ নভেম্বর ৩৭তম স্প্যান ‘২-সি’ মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৯ ও ১০নং পিয়ারের ওপর বসানো হয়। এতে দৃশ্যমান হয় সেতুর ৫ হাজার ৫৫০ মিটার অংশ। অর্থাৎ সাড়ে ৫ কিলোমিটারের কিছুটা বেশি অংশ।
সেতুতে আর বাকি রইল মাত্র ৪টি স্প্যান বসানোর কাজ।
প্রকৌশলী সূত্রে জানা গেছে, ৩৭তম স্প্যানটির পর আজ শনিবার ১ ও ২নং পিয়ারে ৩৮তম স্প্যান ‘১-এ’, ২৩ নভেম্বর ১০ ও ১১নং পিয়ারে ৩৯তম স্প্যান ‘২-ডি’, ২ ডিসেম্বর ১১ ও ১২নং পিয়ারে ৪০তম স্প্যান ‘২-ই’ ও ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর পিয়ারে ৪১তম স্প্যান ‘২-এফ’ বসানোর পরিকল্পনা রয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech