সিলেট হেফাজতে বিভক্তি: সমাবেশ বয়কট করলেন ‘গাছবাড়ি হুজুর’

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

সিলেট হেফাজতে বিভক্তি: সমাবেশ বয়কট করলেন ‘গাছবাড়ি হুজুর’

ডায়ালসিলেট ডেস্কঃঃ সিলেটে আজকের হেফাজতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বয়কট করলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং সিলেটের সভাপতি আল্লামা মুহিবুল হক গাছবাড়ি হুজুর।

শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, বিগত ৯নভেম্বর এদারা ভবনে আজ (২১নভেম্বর) ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিলাম। কিন্তু আমি লক্ষ করছি এ সমাবেশ বর্তমানে হেফাজতের নাম ব্যবহার ছাড়া আর কিছু নেই।

সম্পুর্ন অনিমতান্রিকভাবে আমাকে না জানিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তাই আমি শনিবারে সমাবেশে অংশগ্রহণ করবো না। তিনি বলেন হেফাজতের সাথে আছি আগামীতেও থাকবো। তবে হেফাজতের লক্ষ ও উদ্যেশ্য সমুন্নত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত,  ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নগরীর ঐতিহাসিক সিটি পয়েন্টে আগামী ২১ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী। কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হুসেইন কাসেমী, আল্লামা মামুনুল হক, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ