সিলেটে নতুন করে আরও ৪৩জন করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০

সিলেটে নতুন করে আরও ৪৩জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক ::  সিলেটবিভাগে গত ২৪ঘন্টায় করোনায়  আক্রান্তে সনাক্ত হয়েছেন ৪৩জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬জন। আজ সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৩জন এবং এসওএমসিএইচ ২জন হয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৪হাজার ৪২১জন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ২৭৬জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৪৬, হবিগঞ্জে ১ হাজার ৮৭৯ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮২০ জন।

করোনায় মোট মৃতের সংখ্যা ২৪২জন। এর মধ্যে সিলেটে ১৭৯জন, সুনামগঞ্জে ২৫জন, হবিগঞ্জে ১৬জন এবং মৌলভীবাজারে ২২জন মৃত্যুবরণ করেন।

সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন ২৯জন। এর মধ্যে সিলেটে ২৬, সুনামগঞ্জে ১ ও হবিগঞ্জে ২ জন।

এ পর্যন্ত করোনায়  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ১৯৬জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ৫৩৯ জন ও সুনামগঞ্জ ২হাজার ৩৯১জন, হবিগঞ্জ ১হাজার ৫৫৭ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৭০৯জন।

 

0Shares