ফুটপাত দখল করে দোকান, ২১ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

ফুটপাত দখল করে দোকান, ২১ হাজার টাকা জরিমানা

ডায়ালসিলেট::

সিলেট নগরীতে ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে নগরীর বন্দরবাজার হাসান মার্কেট এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ।

ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর এবিএম উজ্জ্বল, কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, সিলেট মহানগর পুলিশের একটি দল এবং সিসিকের বিভিন্ন শাখারকর্মকর্তা কর্মচারীগণ।

প্রসঙ্গত, নগরীতে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া হোল্ডিং টেক্স আদায়, বকেয়া পানি বিল আদায়, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ইত্যাদি বিষয়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ