ডায়ালসিলেট:: সিলেটে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রন্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ হাজার। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪৩ জন। এসময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৬ জন রোগী সুস্থ হয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে ৪২ জনই সিলেট জেলার বাসিন্দা আর মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৪২১ জন।

এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮ হাজার ২৭৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৪৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৭৯ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৮২০ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৪২ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৭৯ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ১৩ হাজার ১৯৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৫৩৯ জন, সুনামগঞ্জের ২ হাজার ৩৯১ জন, হবিগঞ্জের ১ হাজার ৫৫৭ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৭০৯ জন।
করোনা আক্রান্ত ২৯ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ২৬ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের হাসপাতালে ১ জন এবং হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২ জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে বিভাগে আরও ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *