লালদিঘীরপাড় থেকে ফেনসিডিলসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

লালদিঘীরপাড় থেকে ফেনসিডিলসহ  গ্রেফতার ২

ডায়ালসিলেট::

সিলেট নগরীর লালদিঘীর পশ্চিম পাড় থেকে ফেনসিডিলসহ ২জন নারী-পুরুষ কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮বোতল ফেনসিডিল ও মাদকদ্রব্য বিক্রির ৪হাজার ২শত টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-  লালদিঘিরপাড় এলাকার আব্দুল হক উরফে তোতা মিয়ার ছেলে মো. খোকন (৩০), লালদিঘির পশ্চিমপাড় এলাকার মো. রোমন মিয়ার স্ত্রী শিরিন আক্তার (২৮)।

তাদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান কোতয়ালী থানার ওসি সেলিম মিঞা।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ