ডায়ালসিলেট ডেস্কঃঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাঁদে জলাশয়ে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত এবং অপর ১৯ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ১৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি এ.এফ.এম নাছিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার বেলা ১২ টার দিকে গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

 

দূর্ঘটনায় নিহতরা হলেন,গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের রঞ্জিত ধরের ছেলে সঞ্জিত ধর (৪০), টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের সুমন্ত কির্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কির্ত্তনীয়া (৩২), নিলফা গ্রামের মোমরেজ মোল্যার ছেলে আকাম উদ্দিন মোল্যা(৫৫) ও বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শৈলদাহ গ্রামের ঠান্ডা মিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি ইঞ্জিন চালিত ভ্যান গাড়ীকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন বাসযাত্রী ও ভ্যান চালক নিহত হয় এবং ১৯ জন আহত হয়।

নিহতদের মধ্যে ভ্যানচালক আকামুউদ্দিন ছাড়া বাকী ৩ জনের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। জেলা প্রশাসক শাহিদা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *