গোয়াবাড়ি থেকে এক জুয়াড়ী আটক

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

গোয়াবাড়ি থেকে এক জুয়াড়ী আটক

ডায়ালসিলেট;:

সিলেট নগরীর গোয়াবাড়ি থেকে জুয়া খেলার সামগ্রীসহ এক জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার পৌণে ৪টার দিকে গোয়াবাড়ী ওয়াকওয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. জহির আহমদ ছাতক থানার চড়েরবন গ্রামের সাইদুর রহমানের পুত্র।

পুলিশ জানায়, জহির আহমদ ও সহযোগীরা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে প্রকাশ্যে টাকার বিনিময়ে তীর শিলং নামক জুয়া খেলছে খবর পেয়ে অভিযান চালানো হয়। ভারতীয় তীর খেলার সামগ্রী আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৪২২ টাকা করে জব্ধ করা হয়।

আটককৃত জহিরের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়। যার নং-৬৭, তাং-২৮/১১/২০২০খ্রিঃ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ