প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
ডায়ালসিলেট ডেস্কঃঃ সিলেট বিভাগের ৩টিসহ দেশের ২৫ টি পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেট বিভাগের ৩ পৌরসভার মধ্যে সুনামগঞ্জের দিরাইয়ে বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মো. মাসুদউজ্জামান মাসুক আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
২৫ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা : পঞ্চগড় সদরে জাকিয়া খাতুন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে কশিরুল ইসলাম, দিনাজপুরের ফুলবাড়ীতে মো. খাজা মইন উদ্দিন, রংপুরের বদরগঞ্জে মো. আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রাম সদরে মো. কাজিউল ইসলাম, রাজশাহীর পুঠিয়ায় মো. রবিউল ইসলাম ও কাটাখালীতে মো. আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু, পাবনার চাটমোহরে শাখাওয়াত হোসেন সাখো, কুষ্টিয়ার খোকসায় আল মাসুম মুর্শেদ, চুয়াডাঙ্গা সদরে রিয়াজুল ইসলাম, খুলনার চালনায় সনৎ কুমার বিশ্বাস, বরগুনার বেতাগীতে এবিএম গোলাম কবির, পটুয়াখালীর কুয়াকাটায় আ. বাকের মোল্লা, বরিশালের উজিরপুরে মো. গিয়াস উদ্দিন ও বাকেরগঞ্জে মো. লোকমান হোসেন ডাকুয়া, ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএম ইকবাল হোসেন সুমন, নেত্রকোনার মদনে মো. আব্দুল হান্নান তালুকদার, মানিকগঞ্জ সদরে মো. রমজান আলী, ঢাকার ধামরাইয়ে গোলাম কবির, গাজীপুরের শ্রীপুরে মো. আনিসুর রহমান, সুনামগঞ্জের দিরাইয়ে বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মো. মাসুদউজ্জামান মাসুক ও চট্টগ্রামের সীতাকুণ্ডে বদিউল আলম।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর। সব পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech