নিজস্ব প্রতিবেদক ::  সিলেটে করোনায়  আক্রান্ত হয়েছেন ২১ জন রোগী। আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে গত ২৪ঘন্টায় করোনায় সনাক্ত হওয়ার রোগীর সংখ্যার কথা নিশ্চিত করা হয়।

এতে আক্রান্তদের মধ্যে সকলেই সিলেট জেলার। এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৫৮৭জন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৪০৫জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৬৪, হবিগঞ্জে ১ হাজার ৮৯২ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮২৬জন।

এদিকে, করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো  ২৪৩ জন। এর মধ্যে সিলেটে ১৮০ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন মৃত্যুবরণ করেছেন।

এ পর্যন্ত করোনায়  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৩৭১ জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ৬৯২ জন ও সুনামগঞ্জ ২ হাজার ৪০৫ জন, হবিগঞ্জ ১ হাজার ৫৬১ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৭১৩ জন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *