আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কামাল আহমেদ দূর্জয় ‘র “বিশেষ নাটক বটগাছ”

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০

আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কামাল আহমেদ দূর্জয় ‘র “বিশেষ নাটক বটগাছ”

বিনোদন ডেস্ক::আবারো মুক্তি পাচ্ছে কামাল আহমেদ দূর্জয় এর শিক্ষনীয় মূলক বিশেষ নাটক বটগাছ! মারুফ আহমদ দুলাল এর প্রযোজনায় ও সিলেট গলার মালা ইউটিউব চ্যানেলের পরিবেশনা বিশেষ নাটক বটগাছ, আগামী ৪ ডিসেম্বর শুভ মুক্তি পেতে যাচ্ছে। বটগাছ নাটকটির মাধ্যমে মানুষের কান পোড়া(এটা থেকে অন্যের কথা যাচাই না করে বিশ্বাস করা যাবেনা এ বিষয়ে),মানি ইজ নো প্রব্লেম(এটা থেকে টাকা দিয়ে যে সকল কিছু হয়না তা শিখতে পারবেন)।এছাড়া বটগাছ নাটক, থেকে বড় ভাইয়ের প্রতি ভালোবাসার,নিজের প্রতি আত্মবিশ্বাসী ও অন্যায় দুর করা অনুপ্রেরণা পাবেন।।ধন্যবাদ! কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা খোকন মিয়া ও সিলেটের জনপ্রিয় নাট্যঅভিনেতা কামাল আহমেদ দুর্জয় এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মারুফ আহমদ দুলাল,বাছির আহমদ সেলিম,অভিনেত্রী রুপা,জজ মিয়া,হৃদয় আহমদ,সায়েল আহমদ,আবু ও আরো অনেকে। সমাজ পরিবর্তনের জন্য চাই গতি,শক্তি ও প্রগতি।

0Shares