প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
ডায়ালসিলেট ডেস্কঃঃ করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্তের ঠিক এক বছর পূর্ণ হলো আজ ১ ডিসেম্বর। ল্যানসেট মেডিকেল জার্নালের এক গবেষণা অনুযায়ী, গত বছরের আজকের দিনে হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম কোনো করোনা রোগী শনাক্ত হয়, যার শরীরে এর উপসর্গগুলো ছিল।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, উহান থেকে ছড়ানো ভাইরাসটি বিশ্বে মহামারি সৃষ্টি করেছে। চীন সরকার শুরুতে ভাইরাসটি নিয়ন্ত্রণ করতে পারেনি। কোভিড-১৯–এর প্রাথমিক অবস্থায় চীনের অব্যবস্থাপনার বিষয়টি স্পষ্ট। এক গোপন নথিতে তা উঠে এসেছে। ‘দ্য উহান ফাইলস’ নামে এক প্রতিবেদনে সিএনএন তা তুলে ধরেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১০ ফেব্রুয়ারি বেইজিং থেকে উহানের সম্মুখসারির চিকিৎসাকর্মীদের উদ্দেশে কথা বলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। ১ হাজার ২০০ কিলোমিটার দূরে নিরাপদ ঘরে বসে চীনা প্রেসিডেন্ট করোনায় নিহত উহানবাসীর জন্য সান্ত্বনা দেন। নতুন রোগটি ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগের মুখে এ বিষয়টি আরও বেশি খোলাসা করার প্রতিশ্রুতি দেন তিনি। ওই দিনই চীনা কর্তৃপক্ষ দেশটিতে ২ হাজার ৪৭৮ জনের করোনা শনাক্তের কথা জানায়। ওই সময় পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয় ৪০ হাজারের কিছু বেশি।
ওই সময়ে চীনের মূল ভূখণ্ডের বাইরে শনাক্তের সংখ্যা ছিল ৪০০ জনের কম। কিন্তু এখন সিএনএনের হাতে অভ্যন্তরীণভাবে ফাঁস হওয়া নথি এসেছে। ওই নথি অনুযায়ী, চীন ওই সময়ে করোনা শনাক্তের যে সংখ্যা দেখিয়েছিল, তা খণ্ডচিত্র মাত্র।
সিএনএন তাদের অনুসন্ধানে যা জেনেছে, তার মধ্যে রয়েছে, চীনা কর্মকর্তারা তাঁদের অভ্যন্তরীণভাবে পাওয়া তথ্যের চেয়ে বিশ্বকে আরও আশাবাদী তথ্য দিয়েছিলেন। চীনা ব্যবস্থায় নিশ্চিত রোগীদের নির্ণয় করতে গড়ে ২৩ দিন সময় লেগেছে। অভ্যন্তরীণ নিরীক্ষায় দেখা গেছে, অপর্যাপ্ত তহবিল, কম লোকবল, দুর্বল মনোবল এবং আমলাতান্ত্রিক মডেল ব্যবস্থা চীনের প্রাথমিক সতর্কতা ব্যবস্থাকে বাধাগ্রস্ত করেছে। হুবেই প্রদেশে ডিসেম্বরের শুরুতে ইনফ্লুয়েঞ্জার একটি বড় প্রাদুর্ভাব ঘটেছিল, যা সামনে আসেনি।
হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের অভ্যন্তরীণ নথিটি গোপনীয় হিসেবে চিহ্নিত। তাতে ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত ৫ হাজার ৯১৮ জনের করোনা শনাক্তের কথা বলা হয়েছে। দেশটির সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে ফাঁস হওয়া নথিতে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা প্রায় দ্বিগুণ। সিএনএন বলছে, করোনা মহামারির প্রথম দিকে, করোনার ভয়াবহতাকে খাটো করে দেখেছিল দেশটি।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো চীন সরকারের বিরুদ্ধে করোনার তথ্য লুকানোর অভিযোগ আনে। তবে চীন তা প্রত্যাখ্যান করে আসছে।
জনস হপকিনস বিশ্ববিদ্যায়ের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার পর্যন্ত চীনে মোট করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৯২ হাজার ৯০২ জনের। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ হাজার ৭৪৩ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech