সিলেটে শক্তিশালী বিস্ফোরক দ্রব্য আসে ভারত থেকে!

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০

সিলেটে শক্তিশালী বিস্ফোরক দ্রব্য আসে ভারত থেকে!

ডায়ালসিলেট::সিলেটে শক্তিশালী বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাব। সিলেটের জৈন্তাপুর থেকে গতকাল সোমবার উচ্চবিস্ফোরক (পাওয়ার জেল) এবং ইলেক্ট্রিক ডেটোনেটরসহ ১ দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, সোমবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি দল সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন চারিকাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে থেকে ৯টি উচ্চবিস্ফোরক (পাওয়ার জেল), ৯টি ইলেক্ট্রিক ডেটোনেটর ও ১টি মোবাইলসহ এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইয়াসিন আলী (৪৫) জৈন্তাপুর থানার নোয়াখেল গ্রামের মৃত মোদ্দাসের আলীর ছেলে।

জব্দকৃত সরঞ্জামসহ ইয়াসিন আলীকে পরে জৈন্তাপুর থানায় হস্তান্তর করে র‌্যাব।

এ বিষয়ে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (এএসপি) এ.কে.এম কামরুজ্জামান আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) বুধবার সিলেটভিউ-কে বলেন, আটক ইয়াসিন এসবের বাহক মাত্র। সে ভারত থেকে আসা এসব সরঞ্জাম সিলেটে নিয়ে এসে বিক্রি করে। তবে এগুলো বিক্রি করার আগেই আমরা তাকে ধরতে সক্ষম হই।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ