দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০

দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা

ডায়ালসিলেট ডেস্ক::

বিশ্বনাথের দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে।
গত ৩০ নভেম্বর নির্বাচনী ট্রাইব্যুনাল ও সিনিয়র সহকারী জজ আদালত, সদর সিলেটে এ মোকদ্দমা দায়ের করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সামছুমিয়া (লয়লুছ)। নির্বাচনী মোকদ্দমানং- ১/২০ইং।

মামলার বিবরণে তিনি দশটি কেন্দ্রের মধ্যে বে-আইনীবিধি বহির্ভূত ও পক্ষপাত মূলক নির্বাচন হওয়ায় ৪টি ভোট কেন্দ্রের ভোট পুনঃগণনা এবং ২টি কেন্দ্রের ভোট বাতিল ঘোষণার দাবি জানান।

মোঃ সামছু মিয়া লয়লুছের আইনজীবী এডভোকেট আবুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, সদস্য ভোট পুনঃগণনা অথবা ভোট কেন্দ্রের ভোট বাতিলের দাবি জানিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে আরো ৪ সদস্য প্রার্থী পৃথক মোকদ্দমা দায়ের করেছেন। তারা হলেন ২নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী জাকির হোসেন, ৩নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নুরুল হক ও মোঃ খালিছ মিয়া এবং ৯নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ আবুল কাহার।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে বিএনপি’র প্রার্থী এমাদ উদ্দিন খানকে বে-সরকারী ভাবে বিজয়ী ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ