নিজস্ব প্রতিবেদক ::  সিলেটে করোনায়  আক্রান্ত হয়েছেন ৩০ জন রোগী। আজ  বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে গত ২৪ঘন্টায় করোনায় সনাক্ত হওয়ার রোগীর সংখ্যার কথা নিশ্চিত করা হয়।

এতে আক্রান্তদের মধ্যে সিলেটে জেলার ১৯ জন, সুনামগঞ্জে ২ জন ও মৌলভীবাজার ৭ জন। এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৭০৯জন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৫০৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭০, হবিগঞ্জে ১ হাজার ৮৯৫ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮৩৫জন।

এদিকে, করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো  ২৪৪ জন। এর মধ্যে সিলেটে ১৮১ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন মৃত্যুবরণ করেছেন।

এ পর্যন্ত করোনায়  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৫১৯ জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ৮২৯জন ও সুনামগঞ্জ ২ হাজার ৪১২জন, হবিগঞ্জ ১ হাজার ৫৬৪ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৭১৪ জন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *