প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
ডায়ালসিলেট ডেস্কঃঃ অভিনেতা অপূর্ব ও মেহজাবিন এবার পার্টনার হচ্ছেন। তবে কোনও ব্যবসায়িক পার্টনার নয়, লাইফ পার্টনার! সেটাও আবার বাস্তবে নয়, নাটকে। নাটকটির নাম ‘পার্টনার’।
আরিফুল ইসলাম পাঠকের চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি।
‘পার্টনার’এর অপূর্ব ও মেহজাবীন একই মহল্লার বাসিন্দা। যদিও সড়কে তাদের পরিচয় ঘটে ভয়ংকর তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে। এবং নাটকের প্রায় পুরোটাজুড়েই চলতে থাকে সেই তিক্ততার রেশ।
কাজটি প্রসঙ্গে অপূর্ব বলেন ‘গল্পটি বেশ মজার। চূড়ান্ত তিক্ত অভিজ্ঞতার মধ্যদিয়ে দুজন মানুষের চরম মিষ্টি সম্পর্কে পৌঁছানোর গল্প এটি। দর্শকরা আনন্দ পাবেন।’
পরিচালক জনির বলেন, ‘শত্রু থেকে বন্ধুত্ব হওয়ার গল্প এটি। আমি চেয়েছি নতুন ধারার গল্প বলতে। বাকিটা দর্শকরা বিচার করবেন।’
‘পার্টনার’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ১১ ডিসেম্বর নাটকটি প্রচার হবে আরটিভিতে। পরে সিএমভি’র ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech