ডায়ালসিলেট:: সিলেট জেলা প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে অপূর্ব-নাসির পরিষদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।

শনিবার (০৫ ডিসেম্বর) বিকেলে হযরত শাহজালাল মাজার জিয়ারত ও সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মাধ্যমে তারুণ্যের  উন্নয়ন  অগ্রযাত্রাকে সামনের  দিকে এগিয়ে নিতে এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে পরিষদটি।

এসময় অপূর্ব-নাসির পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী অপূর্ব শর্মা, সহ সভাপতি (১ম) পদপ্রার্থী মনোয়ার জাহান চৌধুরী, সহ সভাপতি (২য়) ফয়সল আহমদ মুন্না, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. নাসির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ পদপ্রার্থী সাদিকুর রহমান সাকী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু বকর, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহুল তালুকদার পাপ্পু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, দপ্তর সম্পাদক শেখ মো. লুৎফুর রহমান, সদস্য পদপ্রার্থী মাহমুদ হোসেন, রায়হান উদ্দিন, মো. আব্দুল আহাদ ও একরাম হোসেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *