আওয়ামী লীগের ৪০ সদস্যের শিক্ষা উপ-কমিটিতে জায়গা পেলেন যারা

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

আওয়ামী লীগের ৪০ সদস্যের শিক্ষা উপ-কমিটিতে জায়গা পেলেন যারা

ডায়ালসিলেট ডেস্কঃঃ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটি অনুমোদন দেয়া হয়েছে।  এই উপ-কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ড. আব্দুুল খালেককে।  দলের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা হয়েছেন সদস্য সচিব।  তাদের সঙ্গে এই উপ-কমিটিতে ৩৮ জন সদস্য রয়েছেন।

জানা গেছে, বিষয় ভিত্তিক সম্পাদকরা ইতোমধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে উপকমিটির তালিকা জমা দিয়েছেন।  তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে উপকমিটিগুলো সংশ্লিষ্ট সম্পাদকদের কাছে হস্তান্তর করছেন।  এর আগে ৪২ সদস্যের স্বাস্থ্য বিষয়ক উপকমিটিসহ আরও ২-৩টি উপকমিটি অনুমোদন দেওয়া হয়।  পর্যায়ক্রমে সবগুলো উপকমিটি ঘোষণা করা হবে।

বিগত সময়ে দলের প্রতিটি উপকমিটিতে সদস্য সংখ্যা শতাধিক থাকলেও কিন্তু এবার ৩৫ সদস্য বিশিষ্ট উপকমিটি করার জন্য নির্দেশনা ছিল।  তবে বেঁধে দেয়া সংখ্যা ঠিক রাখতে পারেননি সংশ্লিষ্টরা।  স্বাস্থ্য বিষয়ক যে উপকমিটি অনুমোদন দেওয়া হয়েছে সেখানে সদস্য সংখ্যা ৪২ জন এবং শিক্ষা ও মানবসম্পদ উপকমিটিতে সদস্য আছেন ৪০ জন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ