
ডায়ালসিলেট::
যান্ত্রিক ত্রুটির কারণে চারদিন বন্ধ থাকার পর সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর মেশিনটি সচল হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) হাসপাতালটিতে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, ‘মেশিনটি সোমবার (৭ ডিসেম্বর) মেরামত সম্পন্ন হয়েছে এবং মঙ্গলবার থেকে পুরোদমে করোনা পরীক্ষা শুরু হয়েছে। ’
এর আগে গত শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে হাসপাতালটির পিসিআর ল্যাব বিকল হয়। পরদিন শনিবার (৫ ডিসেম্বর) ঢাকা থেকে মেশিন মেরামতে আসেন টেকনিশিয়ানরা।