আন্তর্জাতিক ডেস্কঃঃ ফুটবল কিংবদন্তী ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কারো কারো কাছে ফুটবলের রাজপুত্র। আবার কারো চোখে ফুটবল ঈশ্বর।

গেল ২৫ নভেম্বর পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তী। এখনো শোকের ছায়া কাটেনি। তার স্মৃতির প্রতি শোক জ্ঞাপন, সম্মান জানানোর পালা এখনো চলছে। তাঁর স্মরণে প্রিয় ক্লাব নাপোলি তো নিজেদের স্টেডিয়ামের নাম রেখেছে ম্যারাডোনার নামে।

এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা। ম্যারাডোনাকে ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে দেওয়ার চিন্তা করছে তার দেশটি। ম্যারাডোনার ছবিসংবলিত ব্যাংক নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার।

১৯৮৬ সালে আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ জিতিয়েছেন ম্যারাডোনা। সেই বিশ্বকাপ ফাইনালে তার ‘হ্যান্ড অব গড’ গোল ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত হয়ে আছে। আর ওই ম্যাচের দ্বিতীয় গোলটি ছিল শতাব্দীর সেরা। সেই গোলটিও স্থান পাবে ব্যাংক নোটে। নোটের একদিকে থাকবে ম্যারাডোনার ছবি, অন্যদিকে থাকবে বিশ্বকাপের ইতিহাসের সেরা গোলের মুহূর্তটি। আর্জেন্টিনার মুদ্রার এক হাজার বা এর বেশি মূল্যমানের নোটগুলোতে ছাপা হবে ম্যারাডোনার ছবি।

ব্যাংক আর্জেন্টিনাকে বলা হয়েছে, ২০২১ সালে এক হাজার আর্জেন্টাইন ডলার বা তার বেশি মূল্যমানের কমপক্ষে অর্ধেক নোটে দিয়েগো ম্যারাডোনার ছবি দিতে হবে। এছাড়া আগামী বছর ম্যারাডোনার পুরো ক্যারিয়ারের মুহূর্তগুলো নিয়ে স্ট্যাম্প ছাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *