প্রতিদিন প্রতিবেদক: সিলেটে জাল কাজ কারবারের খুবই পরিচিত হলো নগরীর সুরমা মার্কেট। এমন কোন জাল কাজ নেই যে ওই মার্কেটে হয় না। জাল দলীল, সীল, ভুয়া ভিসা, ভুয়া ভোটার আইডিসহ সবকিছু তৈরী করে মার্কেটের ব্যবসায়ীরা। টাকার বিনিময়ে এখানে সব সম্ভব।
একাধিকবার এ মার্কেটে পুলিশের অভিযান চালালেও একেবারে অপরাধ বন্ধ করতে পারেনি। নানা কারণে বারবার মাথাছাড়া দিয়ে উঠে অপরাধীরা।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে কোতোয়ালী থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ অপরাধ রাজ্যে অভিযান চালানো হয়। অভিযানে ৩ প্রতারককে গ্রেপ্তার করা হয়। এসময় বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিউটি অফিসার, পাসপোর্ট অফিস, ডিসি অফিস, এডভোকেট, ব্যাংক সহ সরকারী বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তব্যরত কর্মকর্তাদের নামাঙ্কিত ৩৮টি সিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গোলপগঞ্জের পূর্ব মদনগৌরি গ্রামের জমির আলীর ছেলে মুজিবুর রহমান (৩৫), মোগলাবাজার থানাধীন তোরোকখলা গ্রামের দুদু মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৩৫) ও তেলিপাড়া সিলাম গ্রামের লালা মিয়ার ছেলে রাসেল মিয়া (৩২)
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।