
ডায়ালসিলেট ডেস্ক::রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে চকবাজারের নোয়াখালী ভবনে এ আগুনের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, ওই ভবনের চারতলায় প্লাস্টিকের পণ্য মজুত করে রাখা ছিলো। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আরও ৭টি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা পর মোট ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।