প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০
ডায়ালসিলেট::সিলেটে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৫ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘন্টায় আরও ৪৮ জন করোনাভাইরাসে আকান্ত হয়েছেন। এসময় সুস্থও হয়েছেন ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। নতুন শনাক্তদের মধ্যে ৪৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এছড়া হবিগঞ্জ জেলায় ১ জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৯৭২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮ হাজার ৭১৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৮৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯২৩ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৫২ জন রয়েছেন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৫০ জন করোনাভারাইরা এসে আক্রান্ত রোগী। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৮৭ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত ১৩ হাজার ৭৬৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৩৪ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪২৯ জন, হবিগঞ্জের ১ হাজার ৫৭৯ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৭২৩ জন। করোনাভাইরাসে আক্রান্ত ৪৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৪ জন এবং হবিগঞ্জের হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪৮ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৪৮ জন।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech