বিজয় দিবসে খোলা মাঠে হবে না কোনো আয়োজন

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

বিজয় দিবসে খোলা মাঠে হবে না কোনো আয়োজন

ডায়ালসিলেট::

বাংলাদেশের বিজয়ের ৪৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। বিজয়ের উল্লাস সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছর সিলেটে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। নগরের বিভিন্ন পাড়া ও মহল্লায় আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতাও। বাইসাইকেল শোভাযাত্রাসহ নানা আয়োজনে নগর থাকে মুখরিত। তবে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার সেসবের কিছুই করা যাবে না বলে জানিয়েছে সিলেটের স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।

এ বিষয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ করা যাবে না। খোলা ময়দানে আয়োজন করা যাবে না কোনো অনুষ্ঠানের। এতে করে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যেতে পারে। তাই সকলের স্বাস্থ্যের নিরাপত্তার কথা চিন্তা করে বিজয় দিবস উপলক্ষে খেলাধুলার প্রতিযোগিতা ও সমাবেশ থেকে বিরত থাকাই মঙ্গলজনক। কেউ এরকম অনুষ্ঠান আয়োজন করলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।’

এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, অতিরিক্ত দায়িত্ব) মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘যেহেতু সরকারি নির্দেশনা অনুযায়ী এই ধরনের আয়োজন কেউ করতে পারবে না, তাই এ বিষয়ে আমরা কঠোর অবস্থানেই থাকব। কেউ এই ধরনের আয়োজন করছেন এমন অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ