আন্তর্জাতিক ডেস্কঃঃ ফ্রান্সের প্যারিসে পুলিশকে অধিক ক্ষমতা ও সুরক্ষা দেওয়া বিল নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। শনিবার এ বিক্ষোভ থেকে প্রায় দেড়শ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, প্যারিসে শনিবার বিক্ষোভে নামে কয়েক হাজার মানুষ। কিন্তু পুলিশ বিক্ষোভের মধ্যে ঢুকে সেখান থেকে অন্তত দেড়শ জনকে আটক করেছে। ফ্রেঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডার্মানিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় আগের বিক্ষোভগুলোতে দোকানপাট,গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলাকারীদের ধরতে বিক্ষোভের ভেতর পুলিশ ঢোকে বলে জানানো হয়।

ম্যাক্রোঁ সরকারের নতুন প্রস্তাবিত বিল অনুযায়ী, পুলিশের জন্য ক্ষতিকর হয় এমন ছবি ও ভিডিও করা যাবে না। এরই মধ্যে সংসদের নিম্নকক্ষে পাস হয় বিলটি। তবে এ বিল কার্যকর হলে গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন ও পুলিশের নিষ্ঠুরতা বাড়াবে উল্লেখ করে বিক্ষোভ করে আসছে দেশটির মানুষ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *