ডায়ালসিলেট ডেস্কঃঃ নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই অভিযান শুরু হয়।

করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আজ ব্যবসায়ীদের কোনো ধরনের বাধা আসেনি। অভিযানের আধা ঘণ্টায় মার্কেটসংলগ্ন ফুটপাতের অবৈধ টং দোকানগুলো উচ্ছেদ করেছে ডিএসসিসি।

এর আগে গত ৮ ডিসেম্বর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ থেকে ২৫০টি দোকান উচ্ছেদ করে ডিএসসিসি। অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের প্রথম দিনে বাধা উপেক্ষা করে এই অভিযান চালানো হয়। ওই অভিযানের শুরুতেই অবৈধ দখলদারদের সঙ্গে কয়েক দফা বাগবিতণ্ডা, ধাওয়া-পাল্টাধাওয়া এবং টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে নগর প্লাজার সামনে চলে উচ্ছেদ অভিযান। পরের দিন ৯ ডিসেম্বরও ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ চালানো হয় উচ্ছেদ অভিযান।

করপোরেশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিপণিবিতানে নকশাবহির্ভূত দোকান রয়েছে। এর মধ্যে কিছু দোকান বিপণিবিতানের শৌচাগার, লিফটের জায়গা ও মানুষের হাঁটার পথে তৈরি করা হয়েছে। সেগুলো উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *