প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
ডায়ালসিলেট ডেস্কঃঃ সিলেটের বিয়ানীবাজারে ১৪০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আসামীর নাম মোঃ আব্দুর রউফ (২৪)। সে স্থানীয় ইয়াখালী গ্রামের একরাম আলীর ছেলে।
সিলেট জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় মাদক বিরোধী সেলের ইনচার্জ সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স গত ১৮ ডিসেম্বর বিয়ানীবাজার থানাধীন শেওলা সেতুর দক্ষিণ পাশের্^ সুপ্রীম কনভেনশন হলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রউফতে আটক পূর্বক তার দেহ তল্লাশী করে তার নিকট থাকা ১৪০০ (চৌদ্দশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক বিরোধী সেলের এসআই (নিঃ) মোঃ কামরুল আলমের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান জানান যে, আইজিপি’র নির্দেশে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সিলেট জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আরোও বৃদ্ধি করা হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech