ডায়ালসিলেট ডেস্কঃঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রেমিক আকলাকুল সাইফের উপর অভিমান করে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে নাছিমা নামে এক তরুনী। জানা যায়,গত সোমবার (২১ ডিসেম্বর) রাত ৭ টায় সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরন করে। নাছিমা (২৮) শ্রীমঙ্গল রেলওয়ের প্রাক্তন ষ্টেশন মাষ্টার হক মিয়ার মেয়ে। জানা যায়, নাছিমা তার ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে জানায়, আকলাকুল সাইফের সাথে ৮ মাস প্রেমের সম্পর্ক থাকার পর সে বিয়ে করতে অস্বকৃতি জানায়।

বিভিন্ন সমস্যা দেখিয়ে সে লক্ষাধিক টাকা নিয়েছে। সে এখন এসব বলতে অস্বীকার করছে। তার নাম্বার ব্লক লিষ্টে রেখেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্লক করেছে। নিহত নাছিমার ভাই জহির রায়হান জানান, শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোড এলাকার বাসিন্দা আকলাকুল সাইফের সাথে বোনের বন্ধুত্ব ছিলো। কিন্তু প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ছিলো তা আগে থেকে জানা ছিলো না।

গত ১৪ ডিসেম্বর সকাল ৮টায় আমার মা বোনকে ডাকা-ডাকি করলে সে ঘুম থেকে উঠছিলো না। দীর্ঘ সময় ডাকার পরও সে উঠছিলো না। পরে আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাই। দুই দিন চিকিৎসার পর ১৬ তারিখ ডাক্তারের কাছ থেকে জানতে পারি আমার বোন অনেকগুলা ঘুমের ঔষধ খায়। ২১ ডিসেম্বর আনুমানিক ৭টায় চিকিৎসাধীন অবস্থায় আমার বোন মারা যায়। তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারি প্রেমঘটিত কারনে সে আত্মহত্যা করে। এব্যাপারে রেলওয়ে থানা ওসি মো আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনেছি । তবে এটি রেল লাইন থেকে ৫০ ফুটের বাহিয়ে হওয়ায় এটি বেঙ্গল থানার পুলিশ পরবর্তী কার্যক্রম করবেন। এবিষয়ে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান,শুনেছি মেয়েটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অতিরিক্ত ঘুমের ঔষুধ খেয়ে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *