ডায়ালসিলেট ডেস্কঃঃ সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বিভাগে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে তিন দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

ধর্মঘটের কারণে সিলেট থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। নগরীতেও যানবাহন চলাচলের সংখ্যা কম। এদিকে, আকস্মিক পরিবহন ধর্মঘটের কারণে লোকজন চরম দুর্ভোগে পড়েছেন।

সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবীতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে । মঙ্গলবার ভোর ৬টা থেকে (২২, ২৩ ও ২৪ ডিসেম্বর ) শুরু হওয়া এ ধর্মঘট শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ গোলাম হাদী ছয়ফুল।

এর আগে সোমবার পরিবহন ধর্মঘট নিয়ে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের নেতাদের সাথে বৈঠক করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বৈঠকে জেলা প্রশাসক ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালেও পরিবহন নেতারা তা মানেনি।

উল্লেখ্য, এর আগে সোমবার থেকে সিএনজি অটোরিকশা শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘটও চলমান আছে। ফলে কার্যত টানা চারদিনের ধর্মঘটের ফাঁদে পড়েছে সিলেট।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *