আন্তর্জাতিক ডেস্কঃঃ সৌদি আরবে ১৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা মূলত রিয়াদ ও জেদ্দায় মাদক বিক্রি করতেন।

সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক কারবারিদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে এক কোটি ৮৯ লাখ ৩৩ হাজার আটশ ২৩টি এমফিটামিন ট্যাবলেট জব্দ করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুখপাত্র ক্যাপ্টেন মুহাম্মদ আল নাজিদি বলেন, আটকদের মধ্যে ১০ জন সৌদি আরবের নাগরিক এবং ছয়জন বিদেশি। মাদককারবারিদের ওপর নজর রেখে তাদেরকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করা গেছে।

তিনি আরো বলেন, রিয়াদ শহরের একটি ভবনে পাঁচজন মিলে মাদক সেবন করছিল। তাদেরকে ঘিরে ধরে তল্লাশি চালিয়ে ৯৮ লাখ ৭৮ হাজার পাঁচশ এমফিটামিন ট্যাবলেট জব্দ করা হয়।

আল নাজিদি আরো বলেন, জেদ্দায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫৮ লাখ ২৭ হাজার এমফিটামিন ট্যাবলেট পাওয়া যায়।

অপর এক অভিযানে বিদেশি এক নাগরিকের কাছে ৩২ লাখ ২৮ হাজার তিনশ ২৩টি এমফিটামিন ট্যাবলেট পাওয়া যায়। তাকে সীমান্ত দিয়ে আল-হাদিথা এলাকায় আটক করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *